বাসস
  ২৪ মার্চ ২০২৪, ১৫:৫৪

পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প

সিডনি, ২৪ মার্চ, ২০২৪ (বাসস ডেস্ক) : পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলে রোববার সকালে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৯। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র বলেছে, এ ভূমিকম্পের ঘটনায় ‘সুনামির কোনো হুমকি’ নেই। ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ৬:২২ মিনিটে (গ্রিনিচ মান সময় শনিবার ২০২২ টা) ভূপৃষ্ঠের প্রায়  ৩৫ কিলোমিটার গভীরে আঘাত হানে।
ইউএসজিএস  জানায়, এ শক্তিশালী ভূমিকম্প ওয়েওয়াকের প্রায় ৮৮ কিলোমিটার (৫৪ মাইল) দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে। শহরটির জনসংখ্যা প্রায় ২৫,০০০। এটি পাপুয়া নিউ গিনির পূর্বাঞ্চলীয় সেপিক প্রদেশের রাজধানী।
সেখানে ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষতি বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এ ভূমিকম্পের মাত্রা ৭ বলে জানানো হয়েছিল। পরে এটি সংশোধন করে ৬.৯ করা হয়।
ভৌগলিকভাবে পাপুয়া নিউ গিনির অবস্থান প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ারে’ হওয়ায় দেশটিতে প্রায় ভূমিকম্প আঘাত হেনে থাকে।