শিরোনাম
কাঠমান্ডু, ২৫ মার্চ, ২০২৪ (বাসস ডেস্ক): নেপালের আছাম জেলায় সোমবার সকালে একটি ট্রাক্টর মহাসড়কে উল্টে যাওয়ায় পাঁচজন নিহত এবং তিনজন আহত হয়েছে। খবর সিনহুয়ার।
জেলা পুলিশের মুখপাত্র অর্জুন সৌদ বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, এ দুর্ঘটনায় ‘চালকসহ পাঁচজন ঘটনাস্থলেই প্রাণ হারায়’।
তিনি আরো বলেন, নিহতরা সবাই একই গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
খবরে বলা হয়, নির্ভরযোগ্য গণপরিবহনের অভাবে নেপালের গ্রামাঞ্চলের লোকজন প্রায়ই ট্রাক্টরে যাতায়াত করে থাকে।
ঝুঁকিপূর্ণ যোগাযোগ ব্যবস্থার কারণে হিমালয়ের দেশটিতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় শত শত মানুষ প্রাণ হারায়।