শিরোনাম
গাজা উপত্যকা, ফিলিস্তিনী অঞ্চল, ১ এপ্রিল, ২০২৪ (বাসস ডেস্ক): যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে নতুন আলোচনায় প্রতিনিধি দল পাঠানো হবে কি-না তা নিয়ে এখনও কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি হামাস।
ফিলিস্তিনী সংগঠন হামাসের একজন কর্মকর্তা রোববার এ কথা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরো বলেছেন, কায়রো কিংবা দোহায় নতুন দফার আলোচনায় প্রতিনিধি দল পাঠানো নিয়ে হামাসের মধ্যে এখনও কোন আভাস কিংবা সিদ্ধান্ত নেই।
তিনি বলেছেন,আলোচনায় উভয় পক্ষের অবস্থানে অনেক ফারাক রয়েছে।
তাই এ আলোচনায় অগ্রগতি হওয়ার বিষয়ে তিনি সংশয় প্রকাশ করেন।
ওই কর্মকর্তা বলেন, নেতানিয়াহু আন্তরিক ও আগ্রহী নন।
মার্কিন প্রশাসনও যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে করছে ততক্ষণ প্রকৃত চাপ দিচ্ছে না।