বাসস
  ০১ এপ্রিল ২০২৪, ২১:৪৯

ইমরান খানের দুর্নীতি মামলার দন্ডাদেশ স্থগিত করেছে পাকিস্তান আদালত

ইসলামাবাদ, ১ এপ্রিল, ২০২৪ (বাসস/এএফপি) : পাকিস্তানের একটি উচ্চ আদালত সোমবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুর্নীতি মামলায় দেয়া ১৪ বছরের দন্ডাদেশ স্থগিত করেছে। তার দল বলছে, জনপ্রিয় কোনো বিরোধী নেতার এটা দীর্ঘতম কারাদন্ডাদেশ।  
রাষ্ট্রদ্রোহ এবং অবৈধ বিবাহসহ আরও দু’টি মামলায় ৭১ বছর বয়সী ইমরান আরো দুটি মামলায় এক দশকের দ-াদেশে রয়েছেন।
তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক মুখপাত্র বলেছেন, ইসলামাবাদ হাইকোর্ট রাষ্ট্রীয় উপহার বিক্রির দায়ে দুর্নীতি দমন আদালত থেকে সাবেক এই ক্রিকেট তারকার সাজা প্রত্যাহার করে নিয়েছে। দন্ডাদেশের বিরুদ্ধে আপিল মুলতবি রয়েছে।  
মুখপাত্র আহমেদ জানজুয়া বলেন, ট্রায়াল কোর্ট ইমরান খানের যুক্তিতর্ক শেষ না করেই তাড়াহুড়ো করে রায় দেয়। 
ফেব্রুয়ারিতে পাকিস্তানের সাধারণ নির্বাচনকে সামনে রেখে কয়েকদিনের মধ্যে তিনটি মামলায় ইমরান খানকে দ-াদেশ দেয়া হয়। বিশ্লেষকরা বলছেন, সাবেক এই প্রধানমন্ত্রী এবং তার দলকে নির্বাচন থেকে দূরে রাখতে একটি কৌশল ছিল।