বাসস
  ০৩ এপ্রিল ২০২৪, ১১:০০

তাইওয়ানে ভূমিকম্পের পর ফিলিপাইনে সুনামি সতর্কতা জারি

ম্যানিলা, ৩ এপ্রিল, ২০২৪ (বাসস ডেস্ক): প্রতিবেশী  তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্পের পর ফিলিপাইন সুনামি সতর্কতা জারি করেছে। একইসঙ্গে উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়ারও আহ্বান জানানো হয়েছে।
দেশটির ভূমিকম্প ইন্সটিটিউটের পরামর্শে বলা হয়েছে, নি¤œলিখিত উপকূলীয় এলাকার লোকজনকে অবিলম্বে সরিয়ে নেয়ার জন্যে জোর পরামর্শ দেয়া হচ্ছে। এলাকাগুলো হলো বাতানিস, কাগাইয়ান, ইলোকোস নর্তে এবং ইসাবেলা।
উল্লেখ্য, বুধবার সকালে তাইওয়ান ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে। এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। ভূমিকম্পের পর তাইওয়ান, ফিলিপাইন ও জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠের ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়েছে।
তাইওয়ানে গত ২৫ বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।