শিরোনাম
গাজা উপত্যকা, ফিলিস্তিন, ৫ এপ্রিল, ২০২৪ (বাসস ডেস্ক) : হামাস পরিচালিত গাজার মন্ত্রণালয় শুক্রবার বলেছে, ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে প্রায় ছয় মাস ধরে চলা যুদ্ধে অবরুদ্ধ ভূখন্ডে ৩৩,০৯১ জন নিহত হয়েছে। খবর এএফপি’র।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় নতুন করে ৫৪ জন প্রাণ হারানোয় এই সংখ্যা বেড়ে মোট ৩৩,০৯১ জনে দাঁড়ালো।
বিবৃতিতে আরো বলা হয়, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার মধ্যদিয়ে শুরু হওয়া যুদ্ধে গাজায় ইসরায়েলের এসব হামলায় মোট ৭৫,৭৫০ জন আহত হয়েছে।