শিরোনাম
ববিগনি, (ফ্রান্স), ৪ মে, ২০২৪ (বাসস ডেস্ক/এএফপি) : প্যারিসের উত্তরে একটি উপশহরে রাতভর গোলাগুলিতে একজন নিহত ও ছয়জন আহত হয়েছে। মেয়র ও প্রসিকিউটর শনিবার জানায় গোলাগুলির এ ঘটনা মাদক চোরাচালান সংশ্লিষ্ট।
শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ৪৫ মিনিটে সেভরান ও শহরের প্রধান বিমানবন্দর শার্ল দ্য গলের মাঝামাঝি একটি সাংস্কৃতিক কেন্দ্রের কাছে একটি পার্কিং লটে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রসিকিউটররা।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে মাটিতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখে। এর কিছুক্ষণের মধ্যেই একজনের মৃত্যু হয় এবং বাকি তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
গুলিবিদ্ধ আরও তিনজনকে পরে হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রটি আরও জানায়, দুই জন লোক একটি গাড়িতে করে পার্কিং লটে এসে একজন বেরিয়ে গুলি চালায়। পরে হামলাকারীরা পালিয়ে যায়।
পুলিশ একটি সংঘবদ্ধ চক্রের ওই হত্যাকান্ডের তদন্ত শুরু করেছে। শনিবার সকাল পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।