শিরোনাম
হ্যানয়, ১৩ মে, ২০২৪ (বাসস ডেস্ক): ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি প্লে সেন্টারে প্রবল বর্ষণের ফলে পাহাড় থেকে মাটি ও পাথর ধসে তিন শিশু নিহত হয়েছে।
সরকারি সংবাদ মাধ্যম ও স্থানীয় এক বাসিন্দা সোমবার এ কথা জানিয়েছেন।
রোববার সন্ধ্যায় এক ঘন্টারও বেশি সময় ধরে হ্যানয়ে বিজলী ও বজ্রসহ প্রবল বৃষ্টি হয়। এ সময়ে রাস্তাঘাট পানিতে তলিয়ে যায় এবং যান চলাচল ব্যাহত হয়।
বৃষ্টির কারণে হ্যানয়ের শহরতলি বাই ট্রাই এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। পাহাড় থেকে মাটি ধসে ভবনের দেয়াল ভেঙে পড়লে শিশুরা চাপা পড়ে এবং মারা যায়। ওই সময়ে শিশুরা সেখানে খেলছিল। তাদের বয়স তিন থেকে পাঁচ বছরের মধ্যে।
বৈশ্বিক উষ্ণতার কারণে আবহাওয়া চরম হচ্ছে বলে বিজ্ঞানীরা সতর্ক করেছেন।