শিরোনাম
কাঠমান্ডু, ১৪ মে, ২০২৪ (বাসস ডেস্ক) : নেপালে বিশ্বের পঞ্চম-সর্বোচ্চ শৃঙ্গ মাকালু পর্বতে এক ফরাসি পর্বতারোহী মারা গেছেন।
অভিযাত্রী আয়োজকরা মঙ্গলবার এই কথা জানিয়েছেন।
এই বছরের বসন্তে পর্বতারোহণের মৌসুমে এটি দ্বিতীয় প্রাণহানির ঘটনা এবং উভয়ই একই পর্বতে মারা যান।
জনি সালিবা (৬০) পর্বতের চূড়ায় ওঠার চেষ্টায় শেষ ধাপে ৮,১২০ মিটার (২৬,৬৪০ ফুট) উচ্চতায় মারা যান।
স্নোই হরাইজন ট্রেকস অ্যান্ড এক্সপিডিশনের অভিযান সংগঠক রাজ ভান্ডারি বলেন, ‘তিনি চূড়ার দিকে যাচ্ছিলেন কিন্তু তার পরে তার গাইড তাকে নামিয়ে আনেন। উচ্চতাজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন, পরে তিনি মারা যান।’
ভান্ডারি আরও জানান, সালিবার পরিবারকে জানানো হয়েছে এবং তার লাশ উদ্ধারের চেষ্টা চলছে।
তিনি ৮,৪৮৫-মিটার-উঁচু (২৭,৮৩৮-ফুট) এই পর্বতের ফরাসি অভিযাত্রী দলের সদস্য ছিলেন। দলের অন্যান্য সদস্যরা নিরাপদে বেস ক্যাম্পে ফিরে আসেন।
গত সপ্তাহে মাকালুর চূড়ায় পৌঁছানোর পর পর্বত থেকে নামতে গিয়ে ৫৩ বছর বয়সী এক নেপালি গাইড মারা যান।
নেপাল এই বছর মাকালুর জন্য জনপ্রতি ১,৮০০ ডলার খরচে বিদেশী পর্বতারোহীদের ৫৯টি পারমিট জারি করেছে। গত মাসে অভিযান শুরু হওয়ার পর কয়েক ডজন অভিযাত্রী মাকালু সামিট সম্পন্ন করেছে। এই বছর এভারেস্টের জন্য পর্বতারোহীদের মাথাপিছু খরচ ধরা হয়েছে ১১ হাজার ডলার।
নেপাল এই বছর পর্বতারোহণের জন্য ৯শ’টিরও বেশি পারমিট জারি করেছে। এর মধ্যে এভারেস্টের জন্য ৪১৪টি পারমিট রয়েছে।