বাসস
  ১৮ মে ২০২৪, ২৩:০০

আফগানিস্তানে গুলিতে তিন স্প্যানিশ ও তিন আফগান নিহত

কাবুল, ১৮ মে, ২০২৪ (বাসস ডেস্ক) : আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় বামিয়ান নগরীতে সফরকালে গুলিবিদ্ধ তিন স্প্যানিশ পর্যটক ও তিন আফগান নিহত হয়েছে। তাদের মৃতদেহসহ একাধিক আহত ব্যক্তিকে রাজধানীতে স্থানান্তর করা হয়েছে। শনিবার তালেবান সরকার এ কথা জানায়। খবর এএফপি’র।
শুক্রবার সন্ধ্যায় রাজধানী কাবুল থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরবর্তী নগরীর একটি বাজারের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় তাদের ওপর গুলি চালানো হয়।
সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি এএফপি’কে বলেন, সব মৃতদেহ কাবুলে স্থানান্তর করে ফরেনসিক বিভাগে রাখা হয়েছে এবং আহতরাও কাবুলে রয়েছেন। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি এএফপি’কে বলেন, নিহত ও আহত উভয়ের মধ্যেই নারী রয়েছে।’ 
কানি জানান, আহত আটজনের মধ্যে চারজন বিদেশী, একজন বয়স্ক বিদেশী নারীর অবস্থা খুব একটা স্থিতিশীল না। দুই আফগান বেসামরিক ও একজন তালেবান সদস্যসহ নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।
শুক্রবার স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, নিহতদের মধ্যে তিনজন স্প্যানিশ পর্যটক ছিলেন ও অপর অন্তত এক স্প্যানিশ নাগরিক আহত হয়েছে।
হাসপাতালের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, আহতরা নরওয়ে, অস্ট্রেলিয়া, লিথুানিয়া ও স্পেনের নাগরিক।
সাত সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন আহত হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।