বাসস
  ২১ মে ২০২৪, ১৫:৪৩
আপডেট : ২১ মে ২০২৪, ১৫:৪৬

মেক্সিকোয় তাপপ্রবাহের সময় হাউলার বানরের মৃত্যু

মেক্সিকো সিটি, ২১ মে, ২০২৪ (বাসস ডেস্ক): মেক্সিকোতে হাউলার বানর মারা যাচ্ছে এবং প্রচন্ড তাপ বিপন্ন প্রজাতিকে হত্যা করছে কি-না তা তদন্ত করা হচ্ছে। কর্তৃপক্ষ সোমবার এ কথা বলেছে। পরিবেশ মন্ত্রনালয়ের মতে, বিবেচনাধীন কারণগুলোর মধ্যে রয়েছে ‘হিট স্ট্রোক, ডিহাইড্রেশন, অপুষ্টি বা ফসলে গ্যাসীয় কীটনাশক ছড়ানো।’ এতে বলা হয়, কোনও ভাইরাস বা রোগ কি-না সেই আশঙ্কা নিয়েও গবেষণা করা হবে। দক্ষিণাঞ্চলীয় রাজ্য চিয়াপাস এবং তাবাসকোতে হাউলার বানরের মৃত্যুর খবর পাওয়া গেছে, সেখানে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস (১১৩ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত রেকর্ড করা হয়েছে। সরকার কতগুলো প্রাইমেট মারা গেছে তা না বললেও, তাবাসকো-ভিত্তিক বন্যপ্রাণী সংরক্ষণ গ্রুপ সিওবিআইইউএস ‘গণ মৃত্যুর’ রিপোর্ট করেছে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘খুব সম্ভবত জলবায়ুগত কারণে এই মৃত্যু ঘটেছে। তবে আমরা অন্যান্য গুরুত্বপূর্ণ কারণগুলোকে অস্বীকার করতে পারি না।’ সংস্থাটির আহবান, ‘আপনি যদি দুর্বল এবং দৃশ্যত তাপ বা ডিহাইড্রেশনে ভুগছে এমন বানরদের দেখেন, দয়া করে তাদের পান করার জন্য দড়ি দিয়ে এক বালতি পানি তোলার চেষ্টা করুন।’ তাবাসকো সফর থেকে ফিরে প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ও ব্রাডর সম্ভাব্য কারণ হিসেবে প্রচন্ড তাপকে নির্দেশ করেছেন।