বাসস
  ২১ মে ২০২৪, ১৮:২২

দ. কোরিয়ার সেনাবাহিনীর প্রশিক্ষণ গ্রেনেড বিস্ফোরণে একজন নিহত

সিউল, ২১ মে, ২০২৪ (বাসস ডেস্ক) : প্রশিক্ষণ সেশন চলাকালে ঘটনাক্রমে একটি গ্রেনেড বিস্ফোরণ ঘটায়, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর এক সদস্য নিহত ও এক কর্মকর্তা আহত হয়েছে। সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানায়। খবর এএফপি’র।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাজধানী সিউল থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে চুংচেং প্রদেশের একটি সামরিক ইউনিটে স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটে ‘গ্রেনেড নিক্ষেপের’ প্রশিক্ষণকালে বিস্ফোরণটি ঘটে। বিবৃতিতে বলা হয়, ইউনিটটি আহত দুই ব্যক্তিকে দ্রুত একটি সামরিক হাসপাতালে নিয়ে গেলে  শিক্ষার্থীর মৃত্যু হয়। কর্মকর্তা বর্তমানে জরুরি চিকিৎসা নিচ্ছেন। সামরিক বাহিনী মৃত সৈনিকের পরিবারের প্রতি আন্তরিকভাবে তার গভীর সমবেদনা জানিয়েছে এবং  বেসামরিক পুলিশের সহযোগিতায় দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্ত করার পরিকল্পনা করেছে।