বাসস
  ২৪ মে ২০২৪, ২২:৪২

এস্তোনিয়া সীমান্ত চিহ্ন বয়া রাশিয়ার অপসারণ ‘অগ্রহণযোগ্য’ : ইইউ

ব্রাসেলস, (বেলজিয়াম), ২৪ মে, ২০২৪ (বাসস ডেস্ক) : ইউরোপীয় ইউনিয়ন নার্ভা নদীর এস্তোনিয়া সীমান্ত চিহ্নিতকরণ বয়া রাশিয়া অপসারণ করায় নিন্দা জানিয়েছে । খবর এএফপি’র।
শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল এক বিবৃতিতে বলেন, ‘সীমান্তের এই ঘটনা বাল্টিক সাগর অঞ্চলে সামুদ্রিক ও স্থল সীমানাসহ রাশিয়ার উস্কানিমূলক আচরণ এবং হাইব্রিড পদক্ষেপের একটি বিস্তৃত ধরনের অংশ এবং এই ধরনের পদক্ষেপ গ্রহণযোগ্য নয়।’