শিরোনাম
দামেস্ক, ২৫ মে, ২০২৪ (বাসস ডেস্ক) : দামেস্কে একটি গাড়ি বিস্ফোরণে শনিবার এক ব্যক্তি নিহত হয়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘সানা’ একথা জানায়। তবে সংস্থাটি নিহত ব্যক্তির কোনো পরিচয় জানায়নি।
যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ার রাজধানীতে সামরিক ও বেসামরিক যানবাহনকে লক্ষ্য করে ক্রমাগত বিস্ফোরণসহ বিভিন্ন হামলার ঘটনা ঘটে চলেছে।
খবর এএফপি’র।
এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে, সানা জানিয়েছে, মাজেহ জেলায় তাদের গাড়িতে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে একজন নিহত হয়েছে। তবে ওই কর্মকর্তা বিস্তারিত আর কিছুই জানাননি।
ব্রিটেন-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ও স্থলভাগের একটি নেটওয়ার্ক জানিয়েছে, এলাকায় তিনটি গাড়িতে আগুন লেগেছে।
গাজা উপত্যকায় ইসরায়েল ও ইরান-সমর্থিত ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধসহ ভয়াবহ আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই বিস্ফোরণ ঘটে।