বাসস
  ০১ জুন ২০২৪, ১৯:৪৭

ভারতের ছয় সপ্তাহের নির্বাচনের শেষ ধাপে হিন্দুদের পবিত্র নগরী বারাণসীতে ভোট হচ্ছে আজ

বারাণসী, ভারত, ১ জুন, ২০২৪ (বাসস ডেস্ক): ভারতের ছয় সপ্তাহের নির্বাচনের শেষ দিনে শনিবার হিন্দুদের পবিত্র নগরী বারাণসীতে ভোট হচ্ছে। এই পবিত্র নগরীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার হিন্দু জাতীয়তাবাদী এজেন্ডার জন্য একটি মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন।
ভারতের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় বিশ্বাসের পক্ষে আগ্রাসী নেতা হিসেবে ভাবমূর্তি গড়ে তোলার কারণে মঙ্গলবার ফলাফল ঘোষণার পর মোদির তৃতীয় মেয়াদে জয়লাভের আশা করা হচ্ছে। খবর এএফপি’র।
 ৭৩ বছর বয়সী এই নেতার নির্বাচনী এলাকা বারাণসীতেই।  
জনপ্রিয় তীর্থস্থানের এক হোটেলে কর্মরত বিজয়েন্দ্র কুমার সিং এএফপি’কে বলেন, ‘মোদি স্পষ্টতই জয়ী হচ্ছেন। তিনি যা কিছু করেন তার সব কিছুতেই গর্বিত মনোভাব থাকে এবং সে কারণেই মানুষ তাকে ভোট দেয়।’
মোদি ইতোমধ্যেই হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি তার আবেদনের মাধ্যমে ২০১৪ এবং ২০১৯ সালে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র দুটি ভূমিধস বিজয়ে নেতৃত্ব দিয়েছেন। 
এই বছর তিনি রাম মন্দিরের উদ্বোধনে সভাপতিত্ব করেন। এই রাম মন্দির নির্মাণ হিন্দু ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে এবং সারা দেশে ব্যাপকভাবে টেলিভিশন কভারেজ এবং রাস্তার পার্টির মাধ্যমে এ নির্মাণকে স্বাগত জানানো হয়েছে।