বাসস
  ০২ জুন ২০২৪, ১৫:৫৬

ভারতে ভোটের শেষ দিনে হিটস্ট্রোকে ৩৩ জন পোলিং কর্মীর মৃত্যু : রাজ্য নির্বাচন প্রধান

লক্ষ্মৌ, ভারত, ২ জুন, ২০২৪ (বাসস ডেস্ক) : ভারতে ভোটের শেষ দিনে  মাত্র একটি রাজ্যে হিটস্ট্রোকে কমপক্ষে ৩৩ জন পোলিং কর্মীর মৃত্যু হয়েছে। এক শীর্ষ নির্বাচনী কর্মকর্তা রবিবার এ কথা বলেন। 
তীব্র তাপপ্রবাহে অনেক মৃত্যুর খবর পাওয়া গেছে, অনেক জায়গায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস (১১৩ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়েছে। এক দিনে অনেক পোলিং কর্মীর মৃত্যু একটি ভয়াবহ ঘটনা। 
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, উত্তরপ্রদেশের ঝাঁসিতে তাপমাত্রা ৪৬.৯ ডিগ্রি (১১৬ ফারেনহাইট) সেলসিয়াসে পৌঁছেছে।
উত্তরপ্রদেশের রাজ্যের প্রধান নির্বাচনী কর্মকর্তা নভদীপ রিনওয়া বলেছেন, শনিবার নির্বাচনের সপ্তম ও শেষ দিনে গরমের কারণে ৩৩ জন পুলিং কর্মীর মৃত্যু হয়েছে।  
এই পরিসংখ্যানে নিরাপত্তারক্ষী এবং স্যানিটেশন কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
রিনওয়া সাংবাদিকদের বলেন, ‘নিহতদের পরিবারকে ১.৫ মিলিয়ন রুপি (১৮,০০০ ডলার) আর্থিক ক্ষতিপূরণ দেয়া হবে।’