বাসস
  ০৩ জুন ২০২৪, ১৬:২৩

বেলারুশ সফরে যাচ্ছেন রুশ প্রধানমন্ত্রী

মস্কো, ৩ জুন, ২০২৪ (বাসস ডেস্ক) : রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন বেলারশে দু’দিনের সফরে যাচ্ছেন। তিনি সেখানে ইউরেশীয় আন্ত:সরকার কাউন্সিলের একটি বৈঠকে অংশ নেবেন। খবর তাস’র।
রাশিয়ার সরকারি প্রেস সার্ভিস জানিয়েছে, ‘৩ ও ৪ জুন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন বেলারুশে কার্যনির্বাহী সফর করবেন এবং তিনি ইউরেশীয় আন্ত:সরকার কাউন্সিলের একটি বৈঠকে অংশ নেবেন।’
প্রেস সার্ভিস জানায়, এই বৈঠকে সরকার প্রধানরা ইউরেশীয় অর্থনৈতিক একীকরণকে আরো জোরদার করার বিষয় জোরালোভাবে বিবেচনা করবেন। বৈঠকে ‘পরিবহন অবকাঠামো, শুল্ক ও কর আইন এবং জলবায়ু কর্মসূচির ব্যাপারে বিশেষ মনোযোগ দেওয়া হবে।’
মিনস্কে মিশুস্টিন বেলাগ্রো-২০২৪ আন্তর্জাতিক বিশেষ প্রদর্শনীও পরিদর্শন করবেন এবং ‘ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নের খাদ্য নিরাপত্তার (ইএইইউ)’ পূর্ণ অধিবেশনে বক্তব্য দেবেন।