বাসস
  ১২ জুন ২০২৪, ১১:১১

দক্ষিণ কোরিয়ায় ভূমিকম্প

সিউল, ১২ জুন, ২০২৪ (বাসস ডেস্ক): দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
দেশটির আবহাওয়া সংস্থা এ কথা জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা ভূমিকম্পের আঘাতের সময়টিকে বজ্র গর্জনের সাথে তুলনা করেছেন। তবে বড়ো ধরনের ক্ষয় ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
আবহাওয়া প্রশাসন থেকে বলা হয়েছে, রাজধানী সিউল থেকে ২০৫ কিলোমিটার দূরে বুয়ানের অবস্থান। সেখান থেকে চার কিলোমিটার দক্ষিণে বুধবার স্থানীয় সময় সকাল ৮ টা ২৬ মিনিটে  ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্প নিয়ে দেশজুড়ে বাসিন্দাদের কাছে ক্ষুদে সতর্ক বার্তা পাঠানো হয়েছে। বার্তায় ভূমিকম্প আঘাত হানা এলাকায় কিছু ভেঙে পড়া এবং আফটারশকের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
বুয়ানের বাসিন্দা ইয়াং সিও ইয়ন সকালে কাজে যাচ্ছিলেন। এ সময়ে তিনি বজ্র গর্জন শুনতে পান এবং সাথে সাথে তার বাসাটি প্রবলভাবে দুলতে থাকে।
উল্লেখযোগ্য কোন ক্ষতি হয়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রতিবেশী জাপানের মতো দক্ষিণ কোরিয়া ভূমিকম্প প্রবণ নয়। দেশটিতে খুব কমই ভূমিকম্প আঘাত হানে।