বাসস
  ২৩ জুন ২০২৪, ১৪:১৬

সিরিয়ার পূর্বাঞ্চলে হামলায় ইরানপন্থী ৩ যোদ্ধা নিহত

বৈরুত, ২৩ জুন, ২০২৪ (বাসস ডেস্ক): যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ বলেছে, ইরাক সীমান্তবর্তী সিরিয়ার পূর্বাঞ্চলে রাতে চালানো এক বিমান হামলায় ইরানপন্থী তিন যোদ্ধা নিহত হয়েছে। এদের মধ্যে দুজন ইরাকি নাগরিক রয়েছে। খবর এএফপি’র।
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, দেইর ইজোর প্রদেশে এই বিমান হামলা চালানো হয়। এই অঞ্চলে ইরানের অনেক প্রভাব রয়েছে। অঞ্চলটি লক্ষ্য করে ইসরায়েল নিয়মিতভাবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র মাঝে মাঝে হামলা চালিয়ে থাকে।
ইরান সমর্থিত একটি জোটের কথা উল্লেখ করে সংস্থাটি বলেছে, ‘নিহতদের  মধ্যে দুজন ইরাকি নাগরিক রয়েছে। তারা ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের সদস্য এবং তৃতীয় জনের পরিচয় জানা যায়নি।’
ব্রিটেন-ভিত্তিক ওই পর্যবেক্ষণ সংস্থা বলেছে, ‘সিরিয়া-ইরাকি সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে আলবুকামাল গ্রামাঞ্চলে এই হামলার পাশাপাশি একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরাকের সাইয়্যেদ আল-শুহাদা ব্রিগেড ‘শুক্রবার এক হামলায় এক যোদ্ধা নিহত হওয়ার কথা জানিয়েছে। ইরাকি-সিরিয়ান সীমান্তে একটি  টহল চলাকালে তার গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়।’
সেখানে এই হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করা হয়েছে।
খবরে বলা হয়, সেখানে এই হামলার দায়িত্ব তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তবে জিহাদি সংগঠন ইসলামিক স্টেট গ্রুপকে মোকাবেলায় ২০১৪ সালে গঠিত মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন,‘দেইর ইজোরে জোট বা মার্কিন বাহিনী রাতে কোন হামলা চালায়নি।’
পর্যবেক্ষণ সংস্থা জানায়,সেখানে হামলার কয়েক ঘণ্টা আগে ওই এলাকায় ড্রোন উড়তে দেখা গেছে।