বাসস
  ২৪ জুন ২০২৪, ২২:৩৫
আপডেট : ২৪ জুন ২০২৪, ২২:৫৩

নেতানিয়াহুর বক্তব্যের পর আবার হামাসের ওপর বোমাবর্ষণ

গাজা উপত্যকা, (ফিলিস্তিনি অঞ্চল), ২৪ জুন, ২০২৪ (বাসস ডেস্ক) : গাজা যুদ্ধের “তীব্রতার পর্যায়  শেষ হয়ে গেছে” প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন বক্তব্যের এক দিন পরই যুদ্ধের অবসান দাবি উপেক্ষা করে ইসরাইলি সেনাবাহিনী সোমবার হামাসের উপর আবারও বোমাবর্ষণ করেছে। রোববার সন্ধ্যায় ইসরাইলি প্রধানমন্ত্রীর  এক টিভি সাক্ষাতকারে একথা উল্লেখ করা হয়। ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এ  সময় যুক্তরাষ্ট্র সফরে ছিলেন। তিনি এ সফরকে ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র ও অস্ত্র সরবরাহকারী যুক্তরা্েষ্ট্রর সাথে ‘গুরুত্বপূর্ণ’ আলোচনা বলে অভিহিত করেন। খবর এএফপি’র।
হামাসের হামলার পর রক্তক্ষয়ী গাজা যুদ্ধ  শুরু হলে নেতানিয়াহু, তার প্রথম ইসরাইলি মিডিয়া সাক্ষাৎকারে ‘চ্যানেল-১৪’কে বলেন, “হামাসের বিরুদ্ধে যুদ্ধের তীব্রতা হ্্রাস পেতে চলেছে।” তবে তিনি  জোর  দিয়ে বলেন, "এর মানে এই নয়, যে যুদ্ধ শেষ হতে চলেছে-  তার ভাষায় ‘রাফাতে যুদ্ধের তীব্র পর্যায় শেষ হতে চলেছে’। মিশরের নিকটবর্তী দক্ষিণের রাফা নগরীটি  গাজার শেষ অংশ, যা সম্পূর্ণরূপে স্থল অভিযানের মুখোমুখি হয়েছে। তিনি বলেন,“আমাদের লক্ষ্য হল- অপহৃতদের ফিরিয়ে আনা এবং গাজায় হামাস শাসন উৎখাত করা।” তিনি আরো বলেন, সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের বিভিন্ন আলোচনা হামাসের দাবিকৃত স্থায়ী যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে।
ইসরাইলি বাহিনী সোমবারও নুসিরাত ও রাফাহ এলাকাসহ অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে বোমা হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জেইতুন এলাকায় বন্দুকযুদ্ধে সৈন্যরা তাদের বেশ কিছু সশস্ত্র শত্রু নির্মূল করেছে, সুড়ঙ্গের খাদ ভেঙে দিয়েছে এবং প্রচুর পরিমাণে অস্ত্র  পেয়েছে। বলেরীর উত্তরে আল-আহলি হাসপাতালের চিকিৎসকরা রোববার গভীর রাতে এএফপিকে জানান, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা- ইউএনআরডব্লিউএ’র একটি স্থাপনায় বিমান হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে ।