শিরোনাম
প্যারিস, ২৫ জুন, ২০২৪ (বাসস ডেস্ক): এএফপি এবং আন্তর্জাতিক মিডিয়া আউটলেটগুলোর একটি যৌথ তদন্ত রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলি ট্যাঙ্কের গোলার বিস্ফোরণের কারণে গত ২ নভেম্বর গ্লোবাল নিউজ এজেন্সির (এএফপি) গাজা ব্যুরো ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ খুঁজে পেয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক রিপোর্টে এ কথা জানানো হয়।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ‘ভবনটি কোনোভাবেই টার্গেট করা হয়নি’ এবং তারা জুনে বলেছে, গাজা যুদ্ধের এক মাসেরও কম সময়ের মধ্যে ঘটে যাওয়া ওই ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে।