বাসস
  ২৫ জুন ২০২৪, ১৫:০১

রাশিয়ায় অফিস ভবনে অগ্নিকান্ডে ২ জনের মৃত্যু

মস্কো, ২৫ জুন, ২০২৪ (বাসস ডেস্ক) : রাশিয়ার রাজধানী মস্কোর কাছে সোমবার আট তলা বিশিষ্ট্য একটি অফিস ভবনে আগুন ছড়িয়ে পড়ার পর  দুজন লোক সেখান থেকে প্রাণে বাঁচতে লাফিয়ে পড়ে প্রাণ হারিয়েছে এবং  এ ঘটনায় আরো কয়েকজন নিখোঁজ রয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ফ্রায়াজিনো শহরের ওই ভবনে আগুন ছড়িয়ে পড়ার ভিডিও ফুটেজে ভবনটির উপরের তলাগুলোর কমপক্ষে তিনটি থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। এ ফুটেজে চারজনের একটি দলকে জানালার কাঁচ ভেঙ্গে বেরিয়ে আসার চেষ্টা করতে দেখা গেছে।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ বলেন, ‘দুইজন পুরুষ পালানোর চেষ্টা করার সময় জানালা থেকে লাফ দেয়। এতে দুর্ভাগ্যবশত তাদের মৃত্যু ঘটে। এদিকে অষ্টম তলায় থাকা দুই মহিলার ভাগ্যে কি ঘটেছে তা জানার চেষ্টা করা হচ্ছে।’
গভর্নর বলেন, এ ভবনে প্রায় ৩০টি কোম্পানির অফিস রয়েছে। সেখানে আগুন ছড়িয়ে পড়ার সময় দুটি অফিস খোলা ছিল।
তিনি আরো বলেন, ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ায় সেখানে থাকা অক্সিজেন সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে ফ্লোরের স্ল্য্যাব ধসে পড়ে।
জরুরি সার্ভিস জানায়, ভবনটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেখানে প্রায় ৫,০০০ বর্গমিটার এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছিল।
নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে রাশিয়ায় অগ্নিকা- একেবারে সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।