বাসস
  ২৭ জুন ২০২৪, ১৯:৩৪

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কট্টর রক্ষণশীল প্রার্থীর নাম প্রত্যাহার

তেহরান, ২৭জুন, ২০২৪ (বাসস ডেস্ক) : ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে সে দেশের কট্টর রক্ষণশীল প্রার্থী আমির হোসেইন গাজিজাদেহ হাশেমি তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। নির্বাচনের এক দিন আগে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়। বুধবার গাজিজাদেহ-হাশেমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার প্রত্যাহারের ঘোষণাপত্র জমা দেন। খবর এএফপি’র।
গত মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি’র ভাইস প্রেসিডেন্ট গাজিজাদেহ-হাশেমি কোনও নির্দিষ্ট প্রার্থীকে সমর্থন না করেই তার প্রচারণা শেষ করেন। গাজিজাদেহ-হাশেমি (৫৩) একজন চিকিৎসক ও রাইসি সরকারের  কট্টর সমর্থক । দেশের সেবায় নিহতদের পরিবারকে সহায়তা প্রদানের দায়িত্ব নেওয়া শহীদ ফাউন্ডেশনের প্রধান হিসেবেও কাজ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়