বাসস
  ২৮ জুন ২০২৪, ১৪:০৮

ইরানের পেট্রোল ট্যাঙ্কারকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ২৮ জুন, ২০২৪ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ইরানের তেল পরিবহনের জন্য শিপিং কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে বলেছে, এটি দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে তেহরানের পারমাণবিক কর্মসূচি ‘জোরদারের’ প্রতিক্রিয়া। খবর এএফপি’র।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন ‘গত মাসে ইরান তার পারমাণবিক কর্মসূচীকে এমনভাবে আরো জোরদার করার পদক্ষেপের ঘোষণা দিয়েছে যার কোনো শান্তিপূর্ণ উদ্দেশ্য নেই।’
তিনি বলেন, ইরান তাদের পরমাণু কর্মসূচি জোরদার করা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা আরোপ করে বলেছে, ‘আমরা ইরানকে কখনই পারমাণবিক অস্ত্র না পেতে দিতে প্রতিশ্রুতিবদ্ধ আছি এবং আমরা এটা নিশ্চিত করতে দেশের সকল শক্তি ব্যবহার করতে প্রস্তুত।’
মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরানের তেল পরিবহনের অভিযোগে তিনটি শিপিং কোম্পানির উপর নিষেধাজ্ঞার ঘোষণা করেছে। এ তিন কোম্পানির সবগুলোই সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কোম্পানি।
এই নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রে থাকা কোম্পানিগুলোর যে কোনও সম্পদকে জব্দ করার কথা বলা হয়েছে এবং তাদের সাথে যুক্তরাষ্ট্রের যে কোনো লেনদেন  অপরাধের সামিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়