বাসস
  ২৯ জুন ২০২৪, ১৯:১৯

সিরিয়ায় জিহাদি গোষ্ঠীর পরাজয়ের পর ৪  সহস্রাধিক লোক হত্যা করেছে আইএস

বৈরুত, ২৯ জুন, ২০২৪ (বাসস ডেস্ক) : ইসলামিক স্টেট যোদ্ধারা সিরিয়ায় তাদের শক্ত ঘাঁটি হারানোর পর ২০১৯ সাল থেকে  এপর্যন্ত ৪ হাজার এক‘শ জনকে হত্যা করেছে। শনিবার একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা একথা জানায়। ২০১৪ সালে আইএস সিরিয়া ও ইরাকের বিশাল একটি অংশ দখলের পর তথাকথিত খিলাফত ঘোষণা করে এবং  সে বছরেরই জুনে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। খবর এএফপি’র।
২০১৯ সালের মার্চে, জিহাদি গোষ্ঠীটি মার্কিন নেতৃত্বাধীন জোট সমর্থিত কুর্র্দিদের সামরিক অভিযানে সিরিয়ার ভূখন্ডের শেষ ঘাঁটি হারালে, তাদের অবশিষ্টাংশ মরুভূমির আড়াল থেকে এখনও হামলা চালিয়ে যাচ্ছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক প্রতিবেদনে বলেছে, ২০১৯ সাল থেকে আইএস  যোদ্ধারা “শাসিত বা আধা-স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসন  নিয়ন্ত্রিত এলাকায় ২ হাজার ৫৫০টিরও বেশি অভিযানে প্রায় ৪ হাজার এক‘শ জনকে হত্যা করেছে।” ব্রিটেন-ভিত্তিক অবজারভেটরি সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে ৬২৭ জন বেসামরিক নাগরিক রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়