শিরোনাম
লন্ডন, ৫ জুলাই, ২০২৪ (বাসস ডেস্ক) :যুক্তরাজ্যের সাবেক লেবার নেতা প্রবীণ বামপন্থী জেরেমি করবিন শুক্রবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে পার্লামেন্ট নির্বাচনে আবারো বিজয়ী হয়েছেন। ইহুদি-বিরোধী কেলেঙ্কারির কারণে তাকে দল থেকে বিচ্যুত করা হয়।
কর্বিন (৭৫) ৪০ বছরেরও বেশি সময় ধরে লন্ডনের উত্তরের আইলিংটন নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেছেন। তিনি প্রথমবারের মতো লেবার সম্পৃক্ততা ছাড়াই স্বাচ্ছন্দ্যে এই আসনে জয়ী হয়েছেন। বৃহস্পতিবারের ভোটের পর ক্ষমতায় ফিরে আসার পথে থাকা প্রধান বিরোধী লেবার পার্টির নেতৃত্ব ছিলেন তিনি। তবে ২০১৯ সালের শেষ নির্বাচনে কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফলের কারণে তিনি নেতৃত্ব থেকে সরে দাঁড়ান।