বাসস
  ০৬ জুলাই ২০২৪, ১৩:২৫

প্রেসিডেন্টের পদ ‘প্রতিদিনের একটি জ্ঞানের পরীক্ষা’ : বাইডেন

ওয়াশিংটন, ৬ জুলাই, ২০২৪ (বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার তার পরীক্ষা নেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছেন। ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় রিপাবলিকান দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে হতাশাজনক বিতর্কের পর তার মানসিক সক্ষমতা নিয়ে জনমনে শঙ্কা সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে তিনি এমন আহ্বান প্রত্যাখান করেন।
এদিকে তিনি গুরুত্বপূর্ণ এক টিভি সাক্ষাৎকারে তার পুননির্বাচনের পক্ষে যথেষ্ঠ যুক্তি তুলে ধরতে সক্ষম হয়েছেন। খবর এএফপি’র।
৮১ বছর বয়সী বাইডেন এবিসি নিউজকে বলেন, ‘আমার প্রতিদিন জ্ঞানের পরীক্ষা রয়েছে। আর আমি প্রতিদিনই জ্ঞানের সেই পরীক্ষা দিয়ে থাকি। আমি যা কিছু করি সবই আমার জ্ঞানের পরীক্ষার একটি অংশ।’