বাসস
  ০৭ জুলাই ২০২৪, ১৫:১৪

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু

প্যারিস, ৭ জুলাই, ২০২৪ (বাসস ডেস্ক) : ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে রোববার দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। এ নির্বাচনে দেশটির ডানপন্থী নেতা মেরিন লে পেনের ন্যাশনাল র‌্যালি (আরএন) জয়ী হবে বলে আশা করা হচ্ছে। খবর এএফপি’র।
এদিকে অভিবাসন বিরোধী ইউরোসেপ্টিক পার্টি সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে। এক্ষেত্রে একটি ঝুলন্ত পার্লামেন্ট দ্বিধাবিভক্ত ফ্রান্সকে রাজনৈতিক অস্থিরতার মধ্যে ফেলে দেবে এবং দেশটির আন্তর্জাতিক অবস্থানকে দুর্বল করে দেবে।
স্থানীয় সময় সকাল ৮টায় (গ্রিনিচ মান সময় ০৬০০টা) ভোট গ্রহণ  শুরু হয়েছে এবং তা  প্রধান শহরগুলোতে সন্ধ্যা ৬ টা বা রাত ৮ টা পর্যন্ত চলবে।