শিরোনাম
ওয়াশিংটন, ১২ জুলাই, ২০২৪ (বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার রাত ৮টার মধ্যে ঘুমাতে যাওয়ার কথা অস্বীকার করেছেন। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ট্রাম্পের সাথে তার বিতর্কে বিপর্যয়কর পারফরমেন্স সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি এমন কথা বলেন। ওই বিতর্কে বাইডেনের এমন ধরাশায়ীর পর তাকে পুন:নির্বাচন থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়। খবর এএফপি’র।
বাইডেন বলেন, তার আগে ভাগে ঘুমিয়ে যাওয়ার খবর ‘সত্য নয়’।
বরং তিনি বলেন, ‘আমি প্রতিদিন সকাল ৭টায় ঘুম থেকে উঠে কাজ শুরু করি এবং মধ্যরাতে ঘুমাতে যাই। এক্ষেত্রে নিজেকে আরো কিছুটা গতিশীল রাখা আমার জন্য বুদ্ধিমানের কাজ হবে।’