বাসস
  ২৭ জুলাই ২০২৪, ১৪:০১

এমপিদের ঘুষ দেয়ার অভিযোগে কলম্বিয়ার গোয়েন্দা প্রধানের পদত্যাগ

বোগোটা, ২৭ জুলাই, ২০২৪ (বাসস ডেস্ক) : কলম্বিয়ার গোয়েন্দা প্রধান সংসদে বিল পাসের গতি ত্বরান্বিত করতে আইন প্রণেতাদের ঘুষ দেয়ার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর শুক্রবার পদত্যাগ করেছেন। তিনি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্র’র ঘনিষ্ঠ ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে এমন অভিযোগ দায়ের করেন। খবর এএফপি’র।
পেত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, তিনি কার্লোস রামন গঞ্জালেজের ‘পদত্যাগপত্র’ গ্রহণ করেছেন।
তিনি আরো বলেন, ‘সিভিল ইন্টেলিজেন্সের প্রধান হিসেবে তার অবস্থান কোন বিচার বিভাগীয় তদন্তের সাথে বেমানান।’
বৃহস্পতিবার প্রসিকিউটররা গঞ্জালেজের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন যে, তিনি বেশ কয়েকটি সরকারি বিল গ্রহণের গতি ত্বরান্বিত করার বিনিময়ে সংসদের উভয় কক্ষের প্রেসিডেন্টদের ঘুষ দেওয়ার জন্য ‘নির্দেশনা’ দেন।
প্রসিকিউটর দপ্তর জানায়, এই ঘুষের পরিমাণ ছিল ১০ লাখ ডলার এবং তা ২০২৩ সালের শেষের দিকে দেয়া হয়েছিল। আর তখন গঞ্জালেজ প্রেসিডেন্টের দপ্তরের প্রশাসনিক বিভাগের পরিচালক ছিলেন।
প্রসিকিউটররা জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিটের (ইউএনজিআরডি) সাবেক দুই পরিচালকের বিরুদ্ধে সংসদ সদস্যদের ঘুষ দেয়ার উদ্দেশ্যে জনসাধারণের অর্থ আত্মসাতের অভিযোগ আনার একদিন পর তিনি পদত্যাগ করলেন।