বাসস
  ০৩ আগস্ট ২০২৪, ১১:২৪
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৩:০০

ফিলিপাইনের মিন্দানাওতে শক্তিশালী ভূমিকম্প

ম্যানিলা, ৩ আগস্ট, ২০২৪ (বাসস ডেস্ক) : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে শনিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৮। তবে এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মিন্দানাও দ্বীপের পূর্বে বার্সেলোনা গ্রাম থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে (১২ মাইল) সকাল সাড়ে ৬টার সামান্য আগে ভূপৃষ্ঠের স্বল্প গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
খবরে বলা হয়, ভূমিকম্পটি এমন এক সময় আঘাত হানে যখন লোকজন ঘুমাচ্ছিল। তারা শক্তিশালী ঝাঁকুনিতে বিছানা থেকে উঠে যায়।  
স্থানীয় ভূকম্পন সংস্থা জানায়, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোন আশঙ্কা নেই।
লিঙ্গিগ পৌরসভার স্থানীয় দুর্যোগ কর্মকর্তা ইয়ান অনসিং বলেন, তিনি কম্পনজনিত কারণে ঘুম থেকে জেগে উঠেন।
ওনসিং টেলিফোনে এএফপিকে বলেন, ‘ভূকম্পনটি বেশ শক্তিশালী ছিল। সেখানের চারপাশের জিনিসগুলো নড়ছিল। আমার ধারণা ঝাঁকুনিটি প্রায় ১০-১৫ সেকেন্ড স্থায়ী ছিল।
ফিলিপাইনের ভৌগলিক অবস্থান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রিং অফ ফায়ারে হওয়ায় দেশটিতে প্রায় নিয়মিতভাবে ভূমিকম্প আঘাত হানে।