শিরোনাম
দোহা, ৯ আগস্ট, ২০২৪ (বাসস ডেস্ক): মার্কিন যুক্তরাষ্ট্র ও কাতার এবং মিশরের নেতারা বৃহস্পতিবার ইসরায়েল ও হামাসকে পুনরায় আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে।
যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মতপার্থক্য কাটিয়ে উঠতে আগামী সপ্তাহে হয় দোহা বা কায়রোয় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
একটি যৌথ বিবৃতিতে তিন মধ্যস্থতাকারী ‘আর বিলম্ব না করে চুক্তি বাস্তবায়নে অবশিষ্ট সকল ব্যবধান দূর করতে যুদ্ধরত পক্ষগুলোকে ১৫ আগস্ট আবার আলোচনা শুরু করার আমন্ত্রণ জানিয়েছে।’
কাতারের আমির, যুক্তরাষ্ট্র ও মিসরের প্রেসিডেন্ট স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, একটি ফ্রেমওয়ার্ক চুক্তি ‘এখন টেবিলে, শুধুমাত্র বিশদ বিবরণ সহ এটির বাস্তবায়ন’ সম্পন্ন করা বাকি রয়েছে।