শিরোনাম
কিয়েভ(ইউক্রেন), ১৮ আগস্ট, ২০২৪(বাসস ডেস্ক) : ইউক্রেন বাহিনী রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে ।
কিয়েভে রোববার সকাল থেকেই বিমান হামলার সাইরেন বাজছিল।
কিয়েভ নগরীর সামরিক প্রশাসন টেলিগ্রামে এক পোস্টে বলেছে, আগস্টে রাজধানীতে এটি তৃতীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা যা ছয়দিন পরপর চালানো হয়েছে।
তবে এসব ক্ষেপণাস্ত্র নগরীর বাইরেই প্রতিহত করার দাবি জানিয়েছে প্রশাসন।
এদিকে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া অভিযোগ করেছে, উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধের জন্যে রাশিয়াকে গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে।
এ প্রেক্ষিতে কিয়েভ বারবার তার পশ্চিমা মিত্রদের প্রতি আরো আকাশ প্রতিরক্ষা পদ্ধতি সরবরাহের আহ্বান জানিয়েছে।