বাসস
  ২১ আগস্ট ২০২৪, ১৪:১৮

ফিলিপাইনের সঙ্গে সামুদ্রিক বিরোধে যুক্তরাষ্ট্রের ‘হস্তক্ষেপ করার অধিকার নেই’: চীন

বেইজিং, ২১ আগস্ট, ২০২৪ (বাসস ডেস্ক):দক্ষিণ চীন সাগরে একটি বিতর্কিত প্রাচীরের কাছে আরেকটি সংঘর্ষের পর চীন গতকাল মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে যে, ফিলিপাইনের সাথে বেইজিংয়ের সামুদ্রিক বিরোধে যুক্তরাষ্ট্রের ‘হস্তক্ষেপ করার অধিকার নেই।’
চীন এবং ফিলিপাইন গত বছর ধরে জলসীমায় বারবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। ১৯৯৯ সাল থেকে ম্যানিলা ‘সেকেন্ড থমাস শোল’ নামের একটি যুদ্ধজাহাজ বিরোধপূর্ণ সামুদ্রিক সীমার চারপাশে মোতায়েন করেছে।
উভয় দেশ সোমবার বলেছে, তাদের উপকূলরক্ষী জাহাজগুলো ফিলিপাইন দ্বীপ পালাওয়ানের ১৪০ কিলোমিটার (৮৬ মাইল) পশ্চিমে এবং সবচেয়ে কাছের চীনা ল্যান্ডমাস হাইনান দ্বীপ থেকে প্রায় ১,২০০ কিলোমিটার দূরে অবস্থিত বিতর্কিত সাবিনা শোলের কাছে সংঘর্ষে পড়েছিল। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায় সত্ত্বেও চীন প্রায় সমগ্র দক্ষিণ চীন সাগরের দাবি করে। অথচ তাদের দাবির কোনো আইনি ভিত্তি নেই।
মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার সর্বশেষ সংঘর্ষের পর ‘বৈধ ফিলিপাইনের সামুদ্রিক অভিযানের’ বিরুদ্ধে ‘বিপজ্জনক পদক্ষেপের’ নিন্দা করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, ‘দক্ষিণ চীন সাগরের সামুদ্রিক চীনের দাবিগুলো বেআইনি এবং বিপজ্জনক ব্যবস্থা ব্যবহার সর্বশেষ উদাহরণ।’
গতকাল প্যাটেলের মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে, তার চীনা পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মাও নিং বেইজিংয়ের ‘তার আঞ্চলিক সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থ রক্ষার জন্য আইনী পদক্ষেপ’ নিয়েছে।
মাও নিয়মিত এক ব্রিফিংয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরের কোন পক্ষ নয় এবং চীন ও ফিলিপাইনের মধ্যে সমুদ্রসীমা বিরোধে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই।’
মাও বলেন, ‘যুক্তরাষ্ট্রের উচিত দক্ষিণ চীন সাগরে সংঘর্ষের উস্কানি দেওয়া বন্ধ করা, আঞ্চলিক স্থিতিশীলতা ব্যাহত না করা এবং উত্তেজনা বৃদ্ধি না করা।’