শিরোনাম
গাজা উপত্যকা, ফিলিস্তিনী অঞ্চল, ২৪ আগস্ট, ২০২৪ (বাসস ডেস্ক): ফিলিস্তিনী সংগঠন হামাস তার প্রতিনিধি দল মিসরের রাজধানী কায়রো পাঠাবে। কিন্তু তারা সেখানে গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেবে না।
হামাসের একজন সিনিয়র কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, প্রতিনিধি দল শনিবার কায়রো যাবে। সেখানে তারা মিসরের সিনিয়র গোয়েন্দা কর্মকর্তাদের গাজা যুদ্ধবিরতির চলমান আলোচনার অগ্রগতি সম্পর্কে অবহিত করবে। কিন্তু তার মানে এই নয় তারা আলোচনায় অংশ নেবে।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। একইদিন ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক হামলা শুরু করে যা এখনও অব্যাহত রয়েছে।