বাসস
  ২৬ আগস্ট ২০২৪, ১৮:৪৯

প্রশান্ত মহাসাগরীয় নেতাদের শীর্ষ বৈঠককালে টোঙ্গায় ৬.৯ মাত্রার ভূমিকম্প

নুকু'আলোফা, (টোঙ্গা), ২৬ আগস্ট, ২০২৪ (বাসস ডেস্ক) : প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গা সোমবার  ৬.৯ মাত্রার এক ভূমিকম্পে কেঁপে ওঠে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ একথা জানিয়েছে। এসময় একটি শীর্ষ আঞ্চলিক সম্মেলনের জন্য বিদেশি নেতৃবৃন্দ দেশটিতে জড়ো  হয়েছিল। স্বাগতিক দেশ হিসেবে টোঙ্গো তার সমুদ্রতীরবর্তী রাজধানী শহর নুকু'আলোফায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ  ফোরাম সম্মেলনের এই আয়োজন করে। খবর এএফপি’র।
ভূমিকম্পটি সুনামির সতর্কতা জারি করেনি, তবে এসময় উপকূলের কাছাকাছি এলাকার কিছু কাজ-কর্ম সাময়িকভাবে উচ্চ ভূমিতে সরিয়ে নেওয়া হয়েছে। সমুদ্রতীর থেকে দূরবর্তী ভূকম্পনটি প্রায় ১০৬ কিলোমিটার গভীরে আঘাত হানলে ফোরামের জন্য নবনির্মিত স্থানের ভবনগুলো কেঁপে উঠে।