শিরোনাম
মেক্সিকো সিটি, ৩০ আগস্ট, ২০২৪ (বাসস ডেস্ক) : মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার একটি মহাসড়কে যুক্তরাষ্ট্রগামী অভিবাসী কাফেলার মধ্যে একটি গাড়ি দ্রুত গতিতে ঢুকে পড়ায় তিনজন নিহত হয়েছে। এদের মধ্যে একটি কন্যা শিশুও রয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
জাতীয় অভিবাসন সংস্থার এক বিবৃতিতে বলা হয়, মেক্সিকোর ওক্সাকা রাজ্যে এ ঘটনায় আরো ১৭ জন আহত হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, এতে নিকারাগুয়ার এক পুরুষ ও এক কন্যা শিশু এবং ইকুয়েডরের এক নারী প্রাণ হারিয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানায়, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।
সহিংসতা এবং দারিদ্রের কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পালিয়ে আসা হাজার হাজার অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য মেক্সিকোতে প্রবেশ করে। কারণ, মেক্সিকো যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী দেশ হওয়ায় সেখান থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া তুলনামূলকভাবে অনেক সহজ।