শিরোনাম
ওয়াশিংটন, ৪ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস ডেস্ক):সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনের ফলকে পাল্টে দেওয়ার মামলায় সংশোধিত অভিযোগে দোষী নন বলে দাবি করেছেন। মঙ্গলবার একটি আদালতে দায়ের করা তথ্যে এ কথা বলা হয়েছে।
ট্রাম্প ওয়াশিংটনের ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে একটি মামলার শুনানীর সময় হাজিরা না দেওয়ার জন্য আদালতকে অনুরোধ জানান। তার আইনজীবীদের নিয়মিত শুনানীতে হাজির থাকার নির্দেশনা দেন। খবর এএফপি’র।
গত সপ্তাহে বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথ হোয়াইট হাউসের রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাাট জো বাইডেনের কাছে হেরে যাওয়ায় নির্বাচনের ফলকে পাল্টে দেওয়ার প্রচেষ্টা করেছিলেন বলে নতুন একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে আগের সংস্করনের মতো চারটি একই অভিযোগ আনা হয়েছে। তবে একজন সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় অন্যাক্রম্যতা রয়েছে বলে সাম্প্রতিক সুপ্রিম কোর্ট বিবেচনায় নিয়েছে।
জেলা জজ তানিয়া চুটকান ট্রাম্পের শুনানীতে ব্যক্তিগতভাবে হাজির না হওয়ার অনুরোধ মঞ্জুর করেছেন এবং বলেছেন, বৃহস্পতিবার মামলার একটি স্ট্যাটাস কনফারেন্সের মতো একই সময়ে অনুষ্ঠিত হবে।
ট্রাম্পের আইনজীবীরা ডেমোক্র্যাটিক ট্রাম্পের প্রতিদ্বন্ধি প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে নভেম্বরের নির্বাচন পর্যন্ত বিচার বিলম্বিত করার চেষ্টা করছেন।