শিরোনাম
নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস ডেস্ক): ভারতে উদ্ধারকর্মীরা রোববার উত্তর প্রদেশের লক্ষ্ণৗ নগরীর একটি তিনতলা ভবনের ধ্বংসস্তুপ থেকে আটজনের লাশ উদ্ধার করেছে। খবর এএফপি’র।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই) কংক্রিটের স্তুপের ছবি সম্প্রচার করেছে এবং রাজ্যের উদ্ধারকারী দলগুলো ভারী খনন যন্ত্রের সাহায্যে মৃতদেহের সন্ধান করছে।
এ বাণিজ্যিক ভবন শনিবার বিকেলে ধসে পড়ে। ভবনটি একাধিক ছোট কোম্পানি ব্যবহার করত।
কর্মকর্তাদের বরাত দিয়ে পিটিআই জানায়, সেখানে ধ্বংসস্তুপের ভিতর থেকে আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ধসের ঘটনায় ২৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সেখানে আর কেউ আটকে আছে কিনা তা স্পষ্ট করে বলা যাচ্ছে না।
খবরে বলা হয়, ভবনটি ধসের কারণ জানা যায়নি। তবে ভারতের জুন-সেপ্টেম্বর বর্ষা মৌসুম চলাকালে ভবন এবং নির্মাণ সংক্রান্ত দুর্ঘটনা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।