বাসস
  ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০২

চীন অবসরের বয়স বাড়াবে : সিনহুয়া

বেইজিং, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস ডেস্ক) : চীন শুক্রবার বলেছে, তারা অবসরের বিধিবদ্ধ বয়সসীমা ধীরে ধীরে বাড়াবে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সিনহুয়া’ জানিয়েছে, দেশটি ক্রমবর্ধমান জনসংখ্যাগত এবং বয়স্ক জনসংখ্যার সংকটের মুখোমুখি।
বেইজিংয়ের কর্মকর্তাদের সিদ্ধান্ত তুলে ধরে সিনহুয়া জানায়, ‘পুরুষ কর্মীদের জন্য বিধিবদ্ধ অবসরের বয়স ধীরে ধীরে ৬০ বছর থেকে ৬৩ বছর করা হবে।’
চাকরির ধরণ অনুযায়ী নারী কর্মীদের জন্য অবসরের বিধিবদ্ধ বয়স ৫০ অথবা ৫৫ বছর থেকে বাড়িয়ে যথাক্রমে ৫৫ এবং ৫৮ বছর করা হবে।
সিনহুয়া আরো জানিয়েছে, অবসরের বয়স ২০২৫ সাল থেকে ১৫ বছরে ধীরে ধীরে বাড়ানো শুরু হবে।