বাসস
  ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৩

ইকুয়েডরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচন

কুইটো, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস ডেস্ক) : ইকুয়েডরে সামনের বছর ৯ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কাউন্সিল (সিএনই) বলেছে, ভোটে বর্তমান নেতা ড্যানিয়েল নোবোয়া পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নোবোয়া ২০২৩ সালে নির্বাচিত হন। তার পূর্বসূরি গুইলারমো ল্যাসো মাত্র ১৮ মাস দায়িত্ব পালনের পর তিনি ক্ষমতায় বসেন। অর্থ আত্মসাতের অভিযোগে সম্ভাব্য অভিশংসন এড়াতে তিনি অন্তর্বর্তী নির্বাচনের ডাক দিতে বাধ্য হন। খবর এএফপি’র।
সিএনই একটি জাতীয় সম্প্রচারে বলেছে, এই নির্বাচনী প্রক্রিয়ায় ভোট গ্রহণের দিন  হবে  ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি, রোববার।
২০২৫ সালের নির্বাচনে ইকুয়েডর প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও আন্দিয়ান পার্লামেন্টের পাঁচজন প্রতিনিধি ও ১৫১ জন জাতীয় পরিষদের প্রতিনিধি পদে নির্বাচিত হবেন।