শিরোনাম
সাংহাই, ১৫ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস ডেস্ক) : ঘূর্ণিঝড় টাইফুন ক্রমশ এগিয়ে আসতে থাকায় সাংহাই’র দু’টি প্রধান বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আজ রোববার এতথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি’র রিপোর্টের উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, ‘টাইফুন বেবিঙ্কার প্রভাবে আজ সাংহাই’র পুডং এবং হংকিয়াও বিমান বন্দর দু’টির ট্রাফিক ক্ষমতা কমে গেছে। রাত ৮টা থেকে উভয় বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।