বাসস
  ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২৫

মধ্যপ্রাচ্য বিষয়ে মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন ল্যাভরভ

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস ডেস্ক) : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মস্কোতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সাথে বৈঠকে বসতে যাচ্ছেন।
মস্কো থেকে বার্তা সংস্থা তাস এ কথা জানিয়েছে।
আলোচনায় উভয়পক্ষ ইসরায়েল-ফিলিস্তিন বিরোধ নিষ্পত্তির দিকে গভীর মনোযোগ দেবে এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে ওপর গুরুত্বারোপ করবে বলে ধারনা করা হচ্ছে।
রাশিয়ায় মিশরের রাষ্ট্রদূত নাজিহ নাগারি তাস’কে বলেন, এ আলোচনায় মধ্যপ্রাচ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
তিনি আরো বলেন, অবশ্যই, ফিলিস্তিন এবং গাজার পরিস্থিতি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।