বাসস
  ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৮
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭

ওয়াকি-টকি বিস্ফোরণে অভ্যন্তরীণ তদন্তের ঘোষণা হিজবুল্লাহর

ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস ডেস্ক): হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ বৃহস্পতিবার লেবানন জুড়ে তাদের সদস্যদের ব্যবহৃত কয়েকশ’ ওয়াকি-টকি বিস্ফোরণের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরুর ঘোষণা দিয়েছেন।
বৈরুত থেকে এএফপি এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, মঙ্গলবার এবং বুধবার পেজার এবং ওয়াকি-টকি বিস্ফোরণে ৩৭ জন নিহত এবং প্রায় ৩ হাজার আহত হয়। হিজবুল্লাহ এমন নজিরবিহীন হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছে। এ হামলায় সংগঠনটি বড় ধরনের ধাক্কা খেয়েছে।