বাসস
  ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০১

৬টি নতুন স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ চীনের

ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস ডেস্ক) : চীন মহাকাশে ছয়টি নতুন স্যাটেলাইট পাঠিয়েছে।
শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এসব স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়। তাইয়ুয়ান থেকে সিনহুয়া এ খবর দিয়েছে। জিলিন-১ কুয়ানফু ০২বি ০১-০৬ স্যাটেলাইট বেইজিং সময় দুপুর ১২টা ১১ মিনিটে উৎক্ষেপণ করা হয়।
খবরে বলা হয়, একটি লং মার্চ-২ডি ক্যারিয়ার রকেটের সাহায্যে স্যাটেলাইটগুলো পূর্বনির্ধারিত কক্ষপথে সফলভাবে প্রবেশ করে।
এই উৎক্ষেপণ লং মার্চ ক্যারিয়ার রকেট সিরিজের ৫৩৬তম ফ্লাইট মিশন।