বাসস
  ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৩

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০০ জনে

ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস ডেস্ক) : মিয়ানমারে বন্যায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৯৩ জনে দাঁড়িয়েছে এবং এতে এখনো ৮৯ জন নিখোঁজ রয়েছে। শুক্রবার রাষ্ট্রীয় দৈনিক দ্য মিরর এ খবর দিয়েছে। ইয়াঙ্গুন থেকে সিনহুয়া এ কথা জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, এ প্রাকৃতিক দুর্যোগে দেশটির অনেক শহর এবং রাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বন্যা কবলিত ৪৭,০১৯ পরিবার থেকে মোট ১৬১,৫৯২ জন দেশের ৪২৫টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বন্যায় ৭৬৬,৫৮৬ একর জমির ফসল তলিয়ে গেছে এবং ১২৯,১৫০ গবাদি পশু মারা গেছে।
টাইফুন ইয়াগি প্রভাবে এবং বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে সৃষ্ট বর্ষণে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ, বিভিন্ন উদ্ধার সংস্থা এবং বাসিন্দারা বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিষ্কার , স্বাস্থ্যসেবা প্রদান এবং বন্যা দুর্গতদের জন্য খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণে একসঙ্গে কাজ করে যাচ্ছে।