বাসস
  ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৮

শক্তিশালী ঝড় বেবিঙ্কার পর ঘূর্ণিঝড় পুলাসানের কবলে সাংহাই

ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস ডেস্ক) : চীনের মেগাসিটি সাংহাইয়ে টাইফুন পুলাসান আঘাত হানায় শুক্রবার সেখানের অনেক রাস্তা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বিগত ৭৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বেবিঙ্কা আঘাত হানার কয়েকদিন পর বৃহস্পতিবার দ্বিতীয় এ ঝড় আঘাত হানলো। সাংহাই থেকে এএফপি এ খবর দিয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ঘূর্ণিঝড় পুলাসান নগরীর ফেংজিয়ান জেলায় বৃহস্পতিবার রাতে আঘাত হানে। এ ঝড়ের ঘণ্টায় গতিবেগ ছিল ৮৩ কিলোমিটার।
সিনহুয়া জানায়, ঝড়টি নগরীর অভ্যন্তরের দিকে অগ্রসর হলে এটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এর প্রভাবে শুক্রবার সকালে নগরীতে বৃষ্টিপাত অব্যাহত ছিল।
তবে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে শুক্রবার সাংহাইয়ের বাসিন্দাদের হাটু পানিতে হাটতে দেখা যায়। আশেপাশে এলাকায় কিছুটা পানি দেখা গেলেও এ পর্যন্ত বড় ধরনের কোন ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।