শিরোনাম
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস ডেস্ক) : চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় ৪৯২ জন নিহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। লেবাননে ২০০৬ সালে ধ্বংসাত্মক যুদ্ধের পর ভয়াবহ এই বিমান হামলা চালানো হয়েছে।
ইসরাইলের হামলা সম্পর্কে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, চীন প্রাসঙ্গিক ওই সামরিক কর্মকান্ডে বিপুল সংখ্যক হতাহতের ঘটনায় ‘গভীর ভাবে মর্মাহত।’