বাসস
  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৬
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৩

শ্রীলঙ্কায় আগাম সংসদ নির্বাচনের ইঙ্গিত 

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস ডেস্ক) : শ্রীলঙ্কার নতুন বামপন্থী প্রেসিডেন্ট দেশের বর্তমান সংসদ ভেঙে দিয়ে দেশটিতে আগাম সংসদ নির্বাচন অনুষ্ঠানের ইঙ্গিত দিয়েছেন।
পিপলস লিবারেশন ফ্রন্টের নেতা মার্ক্সবাদী অনূঢ়া কুমারা দিশাানায়েক শ্রীলংকায় শনিবার অনুষ্ঠিত প্রেডিন্ট নির্বাচনে জয়ের পর সোমবার শপথ গ্রহণ করেন।
কলম্বো থেকে এএফপি জানায়, সোমবার রাতে কেন্দ্রীয় শহর ক্যান্ডিতে সাংবাদিকরা ‘দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে সংসদ ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি রাখবেন কি না’ জানতে চাইলে তিনি উত্তরে বললেন: দুই দিন অপেক্ষা করুন।
সংসদে দিশানায়েকের মিত্র বিধায়ক হরিণী অমরাসুরিয়া জানিয়েছে একই রাতে কলম্বোতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘সংসদ ‘একদিনের মধ্যে’ ভেঙে দেওয়া হবে।