বাসস
  ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৭

বৈরুতের উত্তরাঞ্চলীয় গ্রামে ইসরাইলি হামলায় নিহত ৩

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : লেবানন বলেছে, বুধবার বৈরুতের উত্তরে একটি গ্রামে ইসরাইলি হামলায় তিনজন নিহত হয়েছে। বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কেসেরওয়ান জেলার মায়েসরা গ্রামে ইসরাইলি শত্রুর হামলায় তিনজন নিহত ও নয়জন আহত হয়েছে। শিয়া সংখ্যাগরিষ্ঠ গ্রামটি লেবাননের রাজধানী থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে একটি খ্রিস্টান পর্বত এলাকায় অবস্থিত। 
নাম প্রকাশ না করার শর্তে, লেবাননের একটি নিরাপত্তা সূত্র এর আগে এএফপিকে জানায়, মায়েসরা গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে ইসরাইল এই হামলা চালিয়েছে। এক নারী বাসিন্দা বলেন, তার গ্রামে ওই হামলার আঘাতে একটি বসত বাড়ি ও একটি ক্যাফে ধ্বংস হয়েছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, মায়সরায় দুটি রকেট হামলা চালানো হয়।
ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালানোর পর গাজা যুদ্ধের সূত্রপাত হলে দীর্ঘদিনের শত্রু হিজবুল্লাহ ও ইসরাইল প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত গুলি বিনিময় করে আসছে।
সাম্প্রতিক দিনগুলিতে ইসরাইলের তীব্র হামলার বহি:প্রকাশ গাজা থেকে  লেবাননে স্থানান্তরিত হয়েছে।